কোন্ এক দিন ঘুমিয়ে যাবো
নীরব করুণ সুরে
সে দিন আর উঠিবো না জেগে
হাসিব না মুখ ভরে।
শত ডাকার পরেও আমার
ফুটবে না মুখে কথা
আত্মা আমার তোমাদের তরে
স্মৃতি গুলো রবে গাঁথা।
আমার চোখে তাকানো যাবেনা
দুঃখরা বাঁধিবে বাসা
ভালোবাসার মানুষের চোখে
জলেরা করিবে চাষা।
কেউ কেউ কাঁদিবে চিৎকারে
আমার বুক জড়িয়ে
কেউ কেউ আসিবেনা দেখিতে
আমায় দিবেনা ছুঁয়ে।
আমার কথা মনে রাখিবে না
দূরের কোনো গাঁয়ে
সে দিন আমি ঘুমিয়ে রবো
সাদা কাপড় জড়িয়ে।
আপন মানুষ নিজ হাতে মোরে
দেহ দিবে ধুয়ে
কাঁধে করে নিয়ে যাবে কবরে
রাখিবে যত্নে শুয়ে।
কোন্ এক দিন ভুলে যাবে সবাই
আমার সকল স্মৃতি
আমার কথা বলিবে না আর
বাসন্তীর গাওয়া গীতি।
রচনা, মোহাম্মদপু, ঢাকা,
লিমিটেড—২, ব্রিজে বসে লেখা।