কবিতা হচ্ছে বাস্তবের চক্ষু, বাস্তব বিষয় নিয়েই কবিতা লিখা হয়। কবিতা শুধু বই -পুস্তকে সিমাবদ্ধ না, এর প্রভাব বিস্তৃত। কবিতা দিয়ে অনেক কিছু করা সম্ভব, যদি এর শুদ্ধ -সিদ্ধ প্রয়োগ জানা থাকে। কাজী নজরুল কবিতা দিয়েই যুদ্ধ করেছেন, কবিতার মধ্য দিয়েই তিনি মানুষের মনোনিবেশে সংগ্রামের বীজ রোপন করেছেন। কবিতার মধ্য দিয়েই জনতার জমাটবাঁধা রক্ত সংগ্রামের চেতনায় জাগিয়ে তুলেছেন। কবিতা দিয়ে অনেক কিছু করা সম্ভব, যদি সঠিক ভাবে প্রয়োগ করতে শিখে।প্রধান কথা হচ্ছে মানুষ চেষ্টা করে না। চেষ্টা করলে ক্ষুদ্র পিঁপড়ার কাছ থেকে অনেক কছু শিখা সম্ভব।
আলোচনাটি ৭৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৪/০৯/২০১৭, ১৯:২৪ মি: