মানুষ বলি আমি মানুষ সত্য
মানুষের অধি-কার’ শক্তি যার?
দূর্বলের কৃত্য মৃত্যু বারংবার?
চক্ষু সাম্রাজ্য, মনুষ্যত্ব বিকলাঙ্গ
এক চোখা রাজ্য, আমি ভৃত্য!
তিক্ত জিহ্বা মিষ্টান্ন ভান্ডার
ভুলে যাওয়া সত্য, পলায়ন মর্ত্য।
খেপা তরুণ স্লোগানে হুংকার তলে
মৃত্যুঞ্জয় লক্ষ্য তরুণের পদতলে
ঘৃণা-থুথু তোমাদের লাঠির প্রলেপে।
না খাওয়া বৃদ্ধ তো মরে গেছে
কি যেনো ফিসফিস করে বলে গেছে
অভিশাপ দেয়নি নিশ্চিত; বিগ্রহ চোখ;
এক দৃষ্টি— দৃশ্যত কায়া মরিচিকার জং দেখে
সাধারণ লাগে? এরাই রাষ্ট্র, মানচিত্র,
গনতন্ত্র, যুদ্ধা, সংগ্রামি, এরাই তরুণ।