মনে মনে মনের কথা মানুষ কেউ শুনে না
কানের ভিতর কোলাহলে বাজায় ব্যঙ্গ গঞ্জনা।
আমার কথা বুঝিতে চাহে গ্রাম্য রূপ—শ্যামলা
আমার শরীর গ্রাম্য রূপে মাখিবে চড়াই চঞ্চলা।
চামচিকারা চৌকাঠ থেকে বেড়িয়ে আসে বাতাসে
উড়ে উড়ে আকাশ ঘুরে রঙ মাখানো আবাসে।
উড়োফড়িং—এর ডানা মেলে সবুজ রঙে রঙে
প্রজাপতি গ্রাম্য রূপে উড়ায় আমায় সঙ্গে।
কোলাহলের শহর ছেড়ে যাবো অনেক দূরে
যেখানে আমার মায়ের চরণ রয়েছে মাটি কামড়ে।
জং ধরা এই বদ্ধ শহর, আমায় রেখেছে মেরে
আমার মায়ের গ্রাম্য রূপে রৌদ্র পড়েছে ঝরে।
পাখির ডানায় উড়ে উড়ে যাবো গ্রাম্য রূপে
মায়ের পায়ে লুটিয়ে পড়ে সবুজ ঘাসে চুপে।
যেতে চাহে মন গ্রাম্য রূপে, মায়ের চরণ তলে
আজ বুঝি খুব মনে পড়ে সবুজ—শ্যামল কোলে।