এপার ওপার,দুপার কার?
জোরের হাতে দুর্বলের হার
মুখে হাসি,চক্ষু ভারি
অঙ্গভঙ্গি হয় দিশারী
কার পিছে কার নজরদারি
মিথ্যে আশা,সত্যের বাড়ি।
আজ আমার দখল,কালকে কার?
ক্ষমতা আমার,শরীরের বল?
টাকা আছে তো কাকে ডরাই?
মাথা উঁচু,সব বড়াই
ক্ষমতা আমার,টাকা পুষি
গরিব–দুঃখির রক্ত চুষি।
ভকি আছে মোর সম্ভল,সবি পর
এক দিন আমি ভুলে হয়েছি ইতর
আমার ভিতরে ছিলোনা মনুষত্ব্য
ছিলো অত্যাচার,ক্ষমতার তত্ব্য
আমি ছিলাম মত্ত্ব,
আমি জ্ঞান হীন,পশুর সাম্য
আজ আমার বুজ চক্ষু ভুজে
ক্ষমতার দ্বার মৃত্যু খোঁজে।
কোথায় কার বাড়ি,কোথায় দেয় পাড়ি
দ্বার ছাড়া ঘর,বন্দী জীবন
মরণ এলে কোথায় আসন?
কবর তো দাফন,সমাধি কেবল।
একাই যাবো চলে
ক্ষমতাহীন জগতে
ফিরবো না আর তোমাদের পৃথিবীতে
ক্ষমতার অবসান মরণের কাছে।