ক্যান্সারের সাথে যুদ্ধ করা নব্যা আলো মেয়ে
সামনে তাঁহার পুরোটি জীবন যাচ্ছে শুধু ধেয়ে।
কোলে তাঁহার অপত্য কাঁদে, মায়ের কষ্ট দেখে
ছোট্ট ছেলে শুধু কাঁদে, জল ভরা জল চোখে।
রক্তে তাঁহার মিশে আছে, ক্যান্সারেরই অণু
বাঁচতে বড় ইচ্ছে তাঁহার, ছেলেরে মেখে রংধনু।
ক্যান্সারের অণু বিষাক্ত লয়ে যুদ্ধ করে যায়
পূর্ণিমাতে মেঘ জমেছে, ধূসর চাদর গায়।
হাসির মাঝে লুকিয়ে আছে, অদৃশ্য চিৎকার
শুনেনা কেউ আর্তনাদ, ছিছি-জানাই ধিক্কার।
আশেপাশে কত মানুষ,বাতাসে টাকা উড়ায়
পাশের ঘরে মৃত্যু শয্যায়, দেখার বড় দায়।
আজ আকাশে ধূসর মেঘ,বৃষ্টি নামে চোখে
সাদা মেঘেরা উড়ে দূরে হিমালয়ের মুখে।
কার ঘরেতে,কার তরেতে,মানবতা আছে
মানবতা আসছে না কেন পূরনিমারি কাছে?
আলো-আধারির ধাঁধাঁ খেলা, বিয়োগ গুণে যায়
কখন কে কালো মেঘ-সাদা মেঘে দৌড়ায়।
ক্যান্সারের সাথে বসত নিলে,নব্যা কোমল মেয়ে
বাঁচতে শুধু ইচ্ছে তাঁহার ছেলের মুখ চেয়ে ।