যন্ত্রণা মিশ্রিত কথা গুলো বুকের ভেতর পঁচে-গলে নর্দমায় রূপান্তরিত হয়
কারণ; কথা গুলো শুনার কেউ নেই
বুঝারও কেউ নেই।
কত যন্ত্রণা মিশ্রিত কথা হজম করা যায়?
হাজার? বুকের ভেতরতো ট্রিলিয়ন ট্রিলিয়ন যন্ত্রণা?
কাউকে শুনাতে চাই না,
কারণ; হয়তো তার ভেতরটা ভারি হয়ে উঠবে
নয়তো মনে মনে অট্ট হাসিতে মাতবে।
যদি বলি এতেই আমি মহা সুখি
তাহলে কেউ কেউ মন খারাপ করবে
কারণ; ওরা আমার সুখ চায় না।
কেউ কেউ মায়া কান্নায় ভেঙে পড়বে
কারণ; ওরা পরিবার।
তখনও মনের মৃত্যু হয়নি
আশায় আছি এক দিন সব যন্ত্রণা, ক্লেশ মুছে যাবে
উবে যাবে হতাশ,
অভিশাপের তসবিহ গুনা মানুষ গুলো সুখ চাইবে
কারণ; এক দিন সব মানুষ ভালো হয়ে যাবে
দৈত্য মুখি মানুষ সভ্য হয়ে উঠবে।