এক সাথে খেলা করি
এক সাথে বাড়ি
এক সাথে ছুটে চলি
স্বপ্ন দেশের গলি।
হটাৎ করে তোমার ঘরে
ছুটে যেতাম উদাস মনে
নেশাই তো একটা
যদি হয়ে যায় দেখা
আবার আগেরই সুরে।
কোথায় তুমি,কথা শুনি
সুরেরই মাঝে_
তোমার কথা শুনার আশায়
খেলি আমি কানামাছি
আমারই মাঝে
এ এক মিথ্যে কানামাছি।
আমি আবার ছুঁতে চাই
তোমারই শরীর!
চোখে ঘামছা বেঁধে আমার
খেলাই কানামাছি
এ এক মিথ্যে কানামাছি।