লাল রক্ত, সবুজ ঘাস, শহীদমিনার
লক্ষ শহীদের প্রাণ, কান্না মায়ের—
তাঁহাদের পরিচয় তুমি, তোমার আঁখি,
বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান ……………।।
কোথায় হারিয়ে গেলে তুমি?
শুনিনা তোমার মুখের ধ্বনি,
লক্ষ জনতার কলরব অবাক বাণী।
সে দিনের কথা ভুলে নাই জনতা—
ভুলে নাই লক্ষ জনতার ঘামে মিশ্রিত উত্তেজনা,
ভুলে নাই রেসকোর্স ময়দানের মহা ভাষণ-
"এমন ভাষণ হয় নাকো আর
রেসকোর্স ময়দান,
১৮ মিনিটে এনে দিয়েছে
বাঙ্গালীর জয় গান"
তোমার ডাকে এসে ছিল …………
কলকারখানার শক্তশ্রমিক,
কেরানি, কৃষক, জেলে, চাষা,
লাঠি হাতে বৃদ্ধ,
উলঙ্গ শিশুদের দল, ফুল কুড়ানি,
সম্পদশালী, বিসর্জিত লক্ষ জনতা।
আজ কোথায় তুমি হে সাহসী?
কোথায় তোমার কালো ফ্রেমে বাঁধা চশমাটি?
সাদা পাঞ্জাবীর উপর কালো কোটটি?
কোথায় তোমার চরণ ধূলি?
তোমার মুখের হাসি—
আজও জাগায় সারা নিশি।
তোমার বুকের ভিতর ঢুকে থাকা
প্রতিটি বুলেটের মূল্য এক একটি দেশ,
তোমার মুখের হাহাকার ধ্বনি
কোটি হৃদয় ক্ষত করে দেয়…………।
হে মুজিব তোমার চোখের জল,
কোটি হৃদয়ের রক্তের চেয়ে দামি,
কখনও ভুলবে না তোমায় এ জাতি
শত আশীর্বাদ, হে মুজিব—
হে মুজিব............।।