কালো চোখে পূর্ণিমা
নেমে আসা জোনাকিরা
নির্ঘুম ঝিঝিপোকা
পেঁচাদের সমাবেশে অন্ধকার।
আমি একা, বসে থাকা
চোখ দু'টো কাঁপা কাঁপা
তারা গুলো জ্বলে থাকা
তোমারই চোখে।
ফুল ফুটে রাতে রাতে
চোখে চোখে কত প্রেম
সাদা ফুল কালো হাতে
আমি চেয়ে আছি ভুলে
ভ্রমরার চোখে
তারা গুলো জ্বলে জ্বলে
তোমারই চোখে।
কালো চশমা অন্ধকার
রাতে রাতে পেঁচা ডাকে
কানে কানে বলে যায়
প্রেম কাহিনী একা চাঁদ
আমি নির্ঘুম চোখে চেয়ে আছি
এক আকাশ হাসে
তোমারই চোখে।