যার সাথে যার প্রেমও লীলা
সে তো বুঝে কষ্ট গুলা
সুখে থাকুক,সুখে থাকে
এই তো প্রার্থনা।

আমার রঙ্গ-মঞ্চ সত্য লীলা
সবি তোর সুখ মিলা
দুঃখ–কষ্ট,আলাপ–কথা
থাকুক আমার মনে গাঁথা।

বিশের খাতা বড়ই ব্যাথা
পেন্সিলে হাত,খালি পাতা।
অবুজ পাখি তোর,অবুজ আঁখি
চার কূলেতে আমি থাকি
রেখেছি তোকে হৃদয়ে আঁকি।

সব স্বজনে খেলা করে তোকে নিয়ে
আমার মনে দাগ কেটে!
সহ্য করতে পারিনা যে অন্য মনে ।
চোখের কোণে দুলছে খাঁচা
আমার দুঃখ-কষ্ট,মিথ্যে-সাচা  
তুই আমার সত্য হাসি  
সত্যি তোকে ভালোবাসি।