ঝুমকা (স্মৃতি কাব্য)
- এম ডি সবুজ
আমার শির নত করি তোমার অপূর্বে
আমারে লয়ে ভাবো কি ?
তোমার- মনে মনে ।
জ্বলবে নয়তো জ্বালাবে ?
বন্ধু হয়ে হাতটি ধরবে ?


আমার আঁখি নত করি
যাবে যত কাল ভারি ।
তোমার সমাবেশে আলোর মিছিল
খাঁটাও আমার রুক্ষ দিল ।
আমায় একটু সুখ দিও তোমার অবলীলায়,
ভোরের কুয়াশার এক বিন্দু জলের সমান ।
জারুলের হাঁট থেকে, রঙ মাখানো-
কিঞ্চিৎ হাসি আমায় বিলাইয়ো ।
আমি তোমাকে সুখ দিতে পারবো কিনা-
                     তা জানিনা;
তবে কখনও দুঃখ দিবোনা ।


তুমিতো পুষ্প, সূর্য মুখীর আড়ালে
আমি কৃষ্ণ কালো অমানিশির মধ্য কোলে ।
তুমি যদি কখনও শাড়ি পড়ো  
কালো টিপ পড়বে কপালে।
আমায় রাইখো বন্ধু স্মরণে, বহু কালে-কালে,
যদিও হারিয়ে যাই সঙ্গহীন দলে ।


হে আমার বন্ধু ঝুমকা রানী !
তুমি যে আমার হৃদয়ের মধ্য মনি
বন্ধু তোমার আলেখ্য হৃদয়ে আঁকি
যত দিন প্রান খানা উপরে বাঁকি ।