এক জীবনে রং আসে ঢের, আরেক জীবন রং-
সাদা-কালো কত রঙের, জীবন হলো বর ।
এক-এক রঙের এক-এক মানুষ-
এক-এক কথা কয়, দীর্ঘশ্বাসের মানুষ গুলি
দুঃখ সাথে বয়, দুঃখ ভোগে সয় ।
ফুলের মত কত রঙের, ফুলও হাসে ভয়
ফুলের হাসি- ভিজিয়ে কলি- সুখের কিছু ক্ষয় ।
মানুষ,মানুষ- মানুষ বলি, মানুষ কত গলি
কোন গলিতে সুখের দেখা রঙের দলাদলি ।
এক জীবনে চরম বিষাদ, দুঃখ গলাগলি
মানুষ, মানুষ-মানুষ বলি কার দর্শনে চলি ?
এক বারও কি হুশ রেখেছি আমরা মানুষ কুলি
খুন-খারাপি, হিংস্র, গালি, কোন রঙ্গেতে চলি
কুলুর বলদ, ঘামের মলদ, মানুষ তাহায় বলি ।
মানুষ, মানুষ, সবাই মানুষ, মানবতার কে ?
গলি-গলি রঙের গলি, মানুষ জানি কে ?
সত্য মানুষ আঁকড়ে আছে মানবতার পায়
মিথ্যে মানুষ কোন গলিতে রং উড়িয়ে চায় ।
মিথ্যে চাদর গায়ে দিয়ে, সত্য বেচে খায়
সত্য শরীর লুকিয়ে আছে , বাঁচার বড় দায় ।
রঙের- রঙের মানুষ গুলি, মনুষ্যত্ব কোথায়
সত্য মানুষ কোথায় আছে, চোখ মেলিয়ে চায় ।
মানবতা- দানবতা সত্য- মিথ্যা কয়
কোন গলির মানুষ মোরা, শ্রেষ্ট মানুষ হয় ।
টাকার রঙের মানুষ কে সে, শ্রেষ্ট মানুষ হয় ?
শ্রেষ্ট মানুষ হতে হলে মনুষ্যত্ব কর উদয় !
মানুষ জীবন রঙের মেলা, কোন রঙ্গেতে ভয়
এক-এক রঙের এক-এক জীবন, কোন রঙেতে ক্ষয় ?
রঙের জীবন, রঙের জীবন ধূসর- নীলও হয়
সাদা-কালো, লাল রঙেতে সব জীবনে বয় ।
সময় এসে ডাক দিয়ে যায় , স্বাদ দিয়ে যায়
অস্বাদ ডাকে কোনো জীবনে, দুঃখ ডাকে হায়,
সুখের ডাকে কোন রঙেতে, সুখ আসে গায়-গায় ।
মানুষ কাঁদে ধূসর রঙ্গে, লাল রঙ্গেতে চায়
সব রঙেতে মানুষ আছে, কোন গলিতে যায় ।
জীবন আছে, জীবন যাবে, মনুষ্যত্ব নয় হারায়
বিবেক- বুদ্ধির মানুষ সবাই বুঝতে নাহি চায়,
মনুষ্যত্বের মানুষ গুলি সত্যের পাশে রয়।
কত রঙের- রং মাখিয়ে দেহে, জীবন হলো ক্ষয়
মানুষ দেহ কত দিন আছে, মরণের লাগি কর ভয় ।