হে নারী,আমি-তোমার প্রেমে পড়েছি নতুন করে
যে নারী পর্দায় ঢাকে মুখ
আল্লাহর পথে খোঁজে সুখ
হে-নারী তুমি জানো না, আমি-তোমার প্রেম ঘরে।
যে প্রেমে লোভ নেই,ছোঁবেনা সরিষাক্ষেত,চক্ষু মেরে
প্রেমের স্বাদ যে জন নেয় বিয়ের আগে
প্রেমের মায়াজালে রুক্ষ- নরক জাগে;
আমি তোমার নয়নে,আমার নয়ন বধু সঙ্গীনি ঘরে।
তোমার সনে কত কথা, মননের গোপন ঘরে
তুমি কার–আমার, আমিত্ব পানে?
জীবন সঙ্গীনি হয়ে রবে সব ক্ষণে?
আসবে কি তুমি আমার হয়ে, আমার মত করে।
দ্বীনের পথে হাঁটিব দু'জন ইসলাম অনুসরণ করে
আমার হাত ধরিবে তুমি বধুর হাতে?
আদর করে খাইয়ে দিব ভাত পাতে
আলোর পথে দেখিব সত্য,আলো সারা ঘর জুড়ে।