জ্যান্ত মানুষ গুম করে সব লাশ বানিয়ে রাখে
লাশের খবর কবর দেশে হদিশ নাহি আছে
সত্য মানুষ গুম করেছে, মিথ্যের গন্ধ মাখে
সত্য মানুষ সত্য কথায় সত্যের মাঝে বাঁচে।
সত্যের কথা বলতে গেলে মুখ চাপিয়ে রাখে
মিথ্যেরা সব উচ্চ ঘরে সত্য নাহি কাছে
পত্রিকাতে খবর আসে গুম হয়েছে মালেখে
লাশের খবর নাহি আসে গঙ্গার জলে পেয়েছে।
যদি সত্য বলে মেরে দিবে মিথ্যেরা সব বলে
ঘর থেকে টেনেহেছড়ে গুম করে দেয় মেরে
কত জনের খবর নাহি কত বছর চলে
আত্মীয়রা চেয়ে আছে আসবে আবার ফিরে।