কাশ ফুলের সাদা বনে , তোর বরণে ফুটে
আকাশ সাদা তোর চোখেতে, মেঘেরা দূর ছুটে ।
তোর চরনে নদীর কোলে, ঢেউয়ে- ঢেউয়ে দেয় ধুয়ে
তোর চরণে নূপুর হাসে আমায় চেয়ে- চেয়ে ।
সাদা মেঘের জুমকা দিবো, সবুজশ্যামল নলক
সূর্য সাজে তোর কপালে, টিপ পরানো দোলক ।
কৃষ্ণ চুড়ার লাল শাড়িতে, কলমিলতার চুড়ি
তোর গায়েতে সাজিয়ে দিবে চাঁদেরে দেশের বুড়ি ।
তোর হাসিতে মধু আছে কথার কথা রাখি
আমার মনে পুষে রাখা তুই হীরাপঙ্খি ।