তুলো হুংকার, শির তুলে বল
যৌবন চেতিয়া ধর তলোয়ার
রুক্ষের শিরে ধর, হে বল_
লও তলোয়ার।
আজ দেশে সব বিকলাঙ্গ
চোখে নেই হুংকার ,
তারুণ্য যৌবন উঠাও শির
লও তলোয়ার।
দেশে আজ অনিয়ম-উশৃংখল
হে তারুণ্য তুলো হুংকার
ধর তলোয়ার যৌবনের
ধর্ষকের শিরছেদ এক কোপে লও
রক্ত মাংস মৃত্তিকাতে পায়ে পিসে
জানোয়ার লয়ে তুলো হুংকার
লও তলোয়ার।
হে তারুণ্য যৌবন লয়ে
হও শক্ত—
মনে বল লয়ে, যুদ্ধ করো
অনিয়মের সাথে,
নির্যাতনের ঘাড়ে দেও লাথি
নেতা খেতা, সব তুচ্ছ পাতি
অত্যাচারীর মুখে দেও থুথু
রক্ত চুষার দাত তুলে নেও
হে তারুণ্য তুলো হুংকার
লও তলোয়ার।
সংক্ষেপিত—