কত কিছু দান দিয়াছ প্রান
মানুষ রূপে করিয়াছ দান।
অপরূপ পৃথিবী সৃষ্টি মহান
হে খোদা সব তোমারই দান।
হে খোদা তুমি এক
তুমি উদার,মহান মালিক।
তোমার তরে ক্ষমা–ধৈর্য্য
তুমি পার করে দিতে সব ধবংস।
তোমার তরে কাঁদি দু'হাত তুলি
তুমি কর মোরে ক্ষমা।
সব পাপ করে মুছনা
সৎ মানুষ কর সব খানা।
খোদা, কত পাপ করিয়াছি
এই মায়ার দুনিয়ায়।
লোভ লালসা, হিংসায় আছি
কর মোরে ক্ষমা।
শয়তানের ফান্দে পড়ে
করিয়াছি কত খারাপ কাজ।
মায়েরে কান্দাই বন্ধি ঘরে
বউরে করিয়া কত সাজ।
নামাজ রোজা না পড়িয়া
খারাপ কাজে মাতি।
ইসলামের পথে না চলিয়া
জালাই শয়তানির বাতি।
হে খোদা, তুমি রহিম রহমান
তুমি করিয়াছ সব কিছু দান।
ধবংস করতে পার তামাম পৃথিবী
হে খোদা,কর মোর ক্ষমা সবি।