সত্যরে দিয়ে বলি
মিথ্যের সাথে চলি
চুপ' সব অন্ধ, মিথ্যে বলি?
ভালো কি মন্দ— দন্দ
সত্যের দার বন্ধ!
ছিছি লাগে গন্ধ।
চার দিকে বলা বলি
সত্য মরি—
গলাগলি মিথ্যে
চোখছানা! মিথ্যে আনাগোনা।
আহা নাক, জিহ্বা, দাঁত
কানে শুনি সাত
ভাত খাবে? মুখে নাই স্বাদ
না খেয়ে মরে যাক
ঐ দ্বারে ভিক্ষার হাত।