দাঁড়িয়ে থাকার ইচ্ছে আমার
উগ্র হয়ে বাঁধে
লম্বা লাইন বাড়ছে ক্ষণে
মন শুধু কাঁদে
ডাক্তার বাবু দেখছেন রোগী
এক এক করে
কয়েক মিনিট দেখার পরে
চলে অন্য ঘরে।
বাবাকে নিয়ে আসছি আমি
ডাক্তার বাবুর কাছে
লম্বা লাইনে দাঁড়িয়ে আছি
ঘন্টা পর ঘন্টা বেচে।
মন বিরক্ত হচ্ছে ক্ষণে
দাঁড়িয়ে আছে সবাই
বিরক্তিরা ভাঙছে বেড়া
মন করে পালাই।
ডাক্তার দেখানো খুব জরুরি
তাইতো আছি দাঁড়িয়ে
বাবা আমার অসুস্থ খুব
যাচ্ছি নিজে ভয়ে।
হাসপাতালে ভিড় জমেছে
কত রোগী আসে
লম্বা লাইন বাড়ছে ক্ষণে
বিরক্তি আছে বসে।
কিডনি হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।