হে গ্রাম তোমায় খুব মনে পড়ে আজ,
দেখিনা কত দিন বাহিরের চক্ষু দিয়া,
মনের চক্ষুতে আঁকি তোমার অপরূপ সাজ।
তোমায় দেখিবার চাই–দৃশ্য,
না দেখিলে হায়হুতাশ মনের বিশ্ব।
সারাক্ষণ শুধু তোমায় নিয়ে ভাবি,
তোমার সবুজ মায়াবি আপরূপ ছবি।
আমি তোমার তরে থাকিতে চাই
তোমার বুকে নিশ্বাস নিতে চাই,
নরম ঘাসে শুয়ে ঘুমাতে চাই বারবার,
হে গ্রাম তোমায় দেখিবার চাই বারংবার।
আজ খুব মনে পড়ে তোমায়, তোমার রূপ।
ভুলি নাই তোমায় ভুলি নাই যত দূরেই রই, তোমারে নিয়েই বিশ্রাম, তোমারই তরে শুই,
মন আমার তোমাই মাঝে, তোমারই ঘরে
হে গ্রাম, তোমারই রূপে রবো চিরকাল পড়ে।