পূর্ব গগণে উঠেছে রবি
ফুঠেছে ফুলের কলি_
বনের পক্ষিরা হাসিয়া বলে
ডাকিবো আজ আমি।
তোমরা মানুষ উঠিবে ভোরে
দেখিবে ভোরের রবি,
তোমাদের তরে,তোমাদের সাথে
রাখিবে মোদের যতনে সবি।
ভোরে ভোরে ডাকে পাখি
দেখ আজ মেলিয়া আঁখি।
এত সুন্দর ধরনীর তরে
রূপ রূপ অপরূপ দূরে।
যেখানে দেখিবে চেয়ে,রূপ সেজে
গ্রাম রয়েছে সাজ, ধরনীর মাঝে।
একটু আঁখি মেলিয়া দেখ,
দেখিবে সবুজ গাছ,ঘাস,পাখি
গ্রামের চরণে মেলিয়া আঁখি।
আজ ভোরে উঠিয়াছি লাল সূর্য মেখে
পাখিদের গানে মুখোরিত ভোর
আমি মুগ্ধ এত রূপ দেখে।