আমি দেখেছি তোমায়, তোমার নয়নে-নয়ন রেখে
তুমি ডেকেছ আমায়, তোমার মনের বাসে
তুমি হাসি মুখে সাজাবে আমায়,রঙিন-রঙিন সুখে
তোমার শরীরের সুবাস নিতে ভ্রমরে আসে।
পাখিরা ডাকে উড়ে-উড়ে, তোমার অপরূপ গায়
হে গ্রাম,হে গ্রাম তুমি ঘুমিয়ে আছ মায়েরই পায়।
হে গ্রাম,তুমি ডাকো মোরে, আমার মায়ের পায়ে
তৃষ্ণা মিটাইয়া শতত যোগ থাকিব তোমার লয়ে।
মেঘের কোলে বসিয়া ঈশ্বর সাজাইছে তোমার রূপ
হে গ্রাম, তোমার রূপ সাজাইয়াছে, প্রকৃতি চুপ,
তুমি সাজ আমার হৃদয়ে, বাধিয়াছ তোমার অপরূপ
তুমি বলে ডাকিব আমি, তোমায় হে গ্রাম-চুপ।
হে গ্রাম,তুমি ডাকিবে আমায়,আমি আসিব বারবার,
বাতাসে সবুজ ঘ্রাণ উড়িয়ে ডাক তুমি,থাকি যত দূর
তোমার রূপে গা মাখাবো, মাটি-ঘাস দিয়ে,
তোমার ডাকে আসিব ছুটে, দিবে কি ছুয়ে?