আজ তোরা নেই বলে অশান্ত রাস্তা-শান্ত
সবুজ ঘাসের চাদর গায়ে গন্ধ নেয় না।
আমিও আজ নেই, পুরনো দিনে দেখা_  
বিকেলের ডুবো-ডুবো সূর্য টি
কৃষ্ণচূড়া বৃক্ষটির মাথায় দেখা হয় না।
সন্ধ্যা ঝিঁঝিঁপোকার ডাক, জোনাকির আলো,
কত দিন দেখি না_
মধ্য রাতে শিয়ালের ডাক আজ আর শুনিনা,
পূর্ণিমা রাতের লুকোচুরি-চুপিসারি গান কোথায়,
হারিয়ে যাওয়া দিন গুলি আজ আর নেই—
নেই চঞ্চল উদাসীন মনের বেপরোয়া দুষ্টুমি।
দুরন্ত ছেলে হয়ে দূরত্ব কত খানি তোরে মাঝে?  
  
তোরা নেই, গ্রাম কাঁদে, মাঝে মাঝে আমার কাছে
তোদের খোঁজে, গায়ে সবুজ গন্ধ মেখে দেয়_
বাতাসে গন্ধ উড়িয়ে দেয় তোদের জন্য;
যত দূরে থাকি, গ্রাম্যের ছেলে, ভাবিস গ্রাম্য হয়ে।