তাল পাতার বাঁশি বাজাতে-বাজাতে
গাঁয়ের মেঠো পথে ছুটে যায়, গ্রাম্য ছেলেটি_
ধূলিবালি উড়িয়ে অবুঝ মনে;
আমি তাঁহার সাথে অবুঝ মনের হতে চাই।
বাঁশি বাজাতে-বাজাতে ফড়িং এর পিছু-পিছু
ছুটে-ছুটে আবার ভুলে যেতে চাই ষাট।
তাল পাতার বাঁশি বাজাতে-বাজাতে বাংলার বুকে
বহু বার হেঁটে-হেঁটে ভুলে যেতে চাই ক্লান্তি।
উলঙ্গ ছেলেটির সাথে গ্রাম্য ছেলে হয়ে,
সবুজ গাঁয়ে অবুঝ, সহজ-সরল তালগাছের
সাথের মিশে বাঁশির সুর মিলাতে চাই
সবুজ তালপাতার বাঁশির সুর অন্তরে পাই।
মনের ভিতরে, নরম বাঁশির সুর-উদাসীন হয়ে
তালপাতার নিচে বসে-বসে_
গ্রাম্য ছেলেটি নিজের মত করে বাঁশির সুর তুলে,
আমিও বসে আছি তাহার সাথে সুর অন্তরে মেখে।