সকাল–সকাল পিঠের গন্ধে ঘুম ভেঙে যায় আমার
ঘুম থেকে যে উঠে দেখি পিঠে কত রঙের।
ঘর ভরা সব বাবিগনে বানাচ্ছে পিঠের দুম
কত রঙের পিঠে দেখি তেলে হচ্ছে চুম।
পিঠে ফুলির অনুষ্ঠানে আসছে কত বাবি
গ্রাম্য রূপে হাসছে দেখ, পিঠে কি আর খাবি?
হাতে–হাতে পিঠে সবার করছে ভাগাভাগি
বাবিরা সব আমার চোখে আছে চোখ রাগি
আমি নাকি খাচ্ছি বেশি পেট ফুলে যায় তাই
একটু তুমি কম খেলে কি, হয়না তোমার ভাই?
কম খেতে পারি না আমি, লাগে আমার বেশি
দেখছোনা পেটটা আমার বাড়ছে কত পেশি।
গ্রাম্য সকাল রূপের বাহার, সকাল সূর্য দেখে
পিঠের গন্ধে সারা বাড়ি, আহা কি যে গন্ধ মাখে!
মধুর পিঠে খেয়েছি আজ, সকাল-সকাল উঠে
গ্রাম্য সকাল, রূপের সকাল, উঠবে খেতে পিঠে।