খেজুর গাছে-গাছে মাটির হাড়ি ঝুলানো
সকালের থরথরে শীতের চাদর মুড়িয়ে নুরু এসে_
হাড়ি ভর্তি খেজুর রস এক-এক করে নামিয়ে রাখে
বাড়ি—বাড়ি বিক্রি করে
দোকানেও খানিক রাখে।
শালিক এসে হলুদ পায়ে-পায়ে খেজুর গাছে বসে
ছোট-ছোট বাচ্চারাও আসে-হা করে তাকিয়ে থাকে।
শীতের সকাল কুয়াশা মাখা গ্রাম, স্তব্ধ হয়ে আছে,
কোথাও কেউ নেই, কয়েকটি সাদা বক'
চুপ করে বসে আছে ধান গাছের আড়ালে;
ধানের পাতায় বিন্দু-বিন্দু শিশিরকণা রয়েছে চুমি
আমার গাঁও অপরূপ, সোনালী হয় ভূমি।
শীতের সকালে বাতাস বহে,কার গায়ে-গায়ে!
ভেজা ঘাসে পা রেখে হাঁটে কে, দোয়েল হয়ে?
ঘুঘুর পায়ে ভেজা পাতা সবুজ রং মাখে_
শীতের সকাল, রূপের সকাল, রূপ ছোঁয় গায়ে।