আমার ঘুম-ঘুম চোখে, ভোরের কুয়াশা মেখে
আমি একেলা হেঁটে গ্রামের পথে-পথে_
কুয়াশা মাখা ঘাসে পা ভিজিয়ে, ভুলে যাই ক্লান্তি।
কচুরিপানার দু'টি ফুল হাতে নিয়ে চোখে মেখে
তখনও চার দিকে কুয়াশা ঢাকা, আমারও শরীরে_
উষ্ণ বাতাস এসে শীতের ছোঁয়া দিয়ে যায় হঠাৎ!
সবুজ পাতা থেকে ফোঁটা-ফোঁটা জল পড়ছে
তরুণ ফুল মৃদু হেসে আমারও চোখে রয়েছে চেয়ে;
রং মাখা চোখ-সবুজ মুখে।
গ্রামের পথে হেঁটে-হেঁটে, ক্লান্তি যাই ভুলে,
গ্রামের স্বাদ ছুঁয়ে, সবুজ ঘাসের পথে সিন্ধু রূপ
আমারও নয়নে-হৃদয়ে যতনে রয়েছে কোলে।
পূর্ব গগনে হলুদ হয়ে উঠেছে ভোরের রবি
কুয়াশার ফোঁটা ঘাসের সাথে আঁকে রূপ ছবি।
আমারও নয়নে চেয়ে থাকা ঘাস ফুল হলদে হাসে
গ্রাম্য রূপ মাখামাখি,আমি গ্রাম্য রূপে রয়েছি মিশে।