শিমুল ফুল লাল হয়ে আছে, আকাশ মাথায় করে
বাতাসে দুল খেলে; হলুদ পাখি ডালে-ডালে ঘুরে
ভ্রমরাও আসে উড়ে-উড়ে, গুনগুনিয়ে, সুরে-সুরে
ঝুলে আছে বাদুড়, নিঃশ্বাস টেনে, উল্টো ঘুরে।
কত সব পাখিদের আড্ডা মিলে শিমুল গাছে;
আসে স্বপ্নে দেখা পরী, নীল আত্না কাছে।
আমিও দেখতে যেতাম রাতের তারা, শিমুল গাছের মাথায়!
চাঁদ উঠা, পূর্ণিমার চাঁদ, শিমুল ফুলের গায়;-
স্পষ্ট আমি দেখতে পেতাম পরীদের উত্সব-জয়।
রাতের আকাশ ঘুমিয়ে আছে শিমুল গাছের গায়
পাখিরা সব স্বপ্নের ঘরে, সুখের স্বপ্ন ময়;-
শিমুল গাছের ঘুম নাহি হায়, বাতাস দিয়ে যায়।
শিমুল গাছ দাঁড়িয়ে আছে মাথায় করে ছাতা
বাতাস দিয়ে জীবন বাঁচায় সবুজ গুচ্ছ পাতা।
শিমুল গাছের দুঃখ নাহি, ভালোবেসে যায়
মানুষের সেবায় থাকে সদায়, পাখির মত হয়।