রৌদ্র মাখিয়া গায়ে, চুম্বন আঁকি অপরূপ গাঁয়ে
সূর্য উঠিয়াছে ভোরে পাখিদের কলরবে
গাছে–গাছে পাখি, বেধেছে বাসা,
ডুমুরেরফুল জড়িতেছে পুকুরের পাড়ে;
লাল পিঁপিলিকা ডিম পেড়েছে আম পাতায়,
ডিমের খোঁজে শালিক পাখিটি এসেছে।
সূর্য উঠা হলুদ পাখিটি গ্রাম্য রূপে সবুজ হয়ে আছে
আকাশের পানে চেয়ে–গ্রামও সবুজ!
শখ করা পুষ্প গাঁথিয়া মালা রমনীর হাতে;
বকুলও আছে চুলে, ঘ্রাণ সারা গাঁয়ে।
নারিকেল ফুল জড়িতেছে গায়ে,রমনীর পায়ে পায়ে,
সাদা–সাদা ফুল চোখ ভুলায় মায়াবী প্রকৃতির।
প্রকৃতির সাথে খেলা করতে করতে আমি ভুলে গেছি
আমার ক্রোধ, হিংসা, অবহেলা, অশান্তি,
আমি বাঁচি প্রকৃতির সাথে,শালিকের সাথে আছি
সবুজ গ্রাম্য রূপে করি খেলা, প্রাণে মোর শান্তি।