আমি যদি পাখি হতাম, মানুষের থেকে দূরে
উড়ে-উড়ে আকাশ ঘুরে, দূর থেকে বহু দূরে।
গাছের সাথে গল্প করতাম, মনের আনন্দ মেখে।
দিনের শেষে ঘুমিয়ে যেতাম গাছের কোন ডালে ।।
আমি একা আমার মত, মানুষ নাহি কাছে
মানুষের মাঝে কোলাহল, দুর্নীতিতে চলে।
আমি যদি পাখি হতাম, মানুষ নাহি হয়ে !
নিজের মত উড়ে-উড়ে প্রকৃতির সাথে যেতাম মিশে ।
মানুষের মাঝে হিংসা-বিদ্বেশ, মানুষের মাঝে ভয়
মানুষের মাঝে মিথ্যা বহে, সত্য হয় ক্ষয় ।
আমি আজ পাখি হতে চাই, কথা নাহি বলে
সত্যের মাঝে উড়ে-উড়ে সত্যের পথে চলে ।
মানুষের মাঝে মানুষ কারা? সত্য কথা কয়
সত্য মানুষ, সত্য যারা পাখির মত হয় ।
মানুষের মাঝে মানহুশ আছে- মানুষের কত ধাপ
আমিও আজ পাখি হতে চাই- নিষ্পাপ ।