তখনও মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বলছিলো
হটাৎ মোবাইল বন্ধ হয়ে যায়,
চার দিকে অন্ধকার, কুচকুচে অন্ধকার_
অন্ধকার পথে হেঁটে-হেঁটে যেতে-যেতে
শত-শত জোনাক পোকার আনাগোনা-জ্বলে
অন্ধকারের সুন্দর, অপরূপ সাজে, পরাণ জাগে।
তারা'র মাখা আলো, চাঁদের আলিঙ্গণে অন্ধকার_
আমি অভয় নিয়ে জোনাকের দলে নীল রং মাখি
পথের দুপাশে সবুজ ধানপাতা শিশির জমে রয়েছে
অন্ধকারের সুন্দর আমার নয়নে রয়েছে উজ্জ্বল।
কোয়াশা আচ্ছন্ন দূরের গ্রাম অন্ধকার_
জোনাকির লেজবাধা ফোঁটা-ফোঁটা আলো জ্বলে।
জোনাকির পিছু-পিছু যেতে-যেতে অন্ধকারের ঘরে
এত সুন্দর! কালোর মাঝে ফোঁটা-ফোঁটা আলো,
ছুঁয়ে দিলে মিলিয়ে যায় আলো' অন্ধকারে'
আমি হেঁটে-যেতে চাই অন্ধকারে জোনাকির সাথে।