নরম ঘাসের বিছানায় ঘুমাতে চাই
                   বছরের পর বছর_
দূর্বা ফুলের ঘ্রাণ বাতাসে মিশে প্রহর।
ভ্রমরা উড়ে-উড়ে ফুলে-ফুলে ঘাসে
আমার চোখে ঘুরে-ঘুরে ফুল ফুটায়
দূরের বাতাস মুখে মাখে ঘাসে-ঘাসে
ফুল হাসে-বাসে, মাপে আলোর আলয়।
এক দিন আমার গায়ে ঘাস চুপে-চুপে দেখে
স্নান শেষে লজ্জায় হলুদ আলো গায়ে মাখে।
ঘাসের বিছানায় ঘুমিয়ে শীতল হতে চাই
                              ভাবনাহীন সুখে_
যেখানে কেহ নেই, ঘাসের বন, ঘাসের আসরে।


কুয়াশায় ভিজে-ভিজে, আলোর মুক্তা ঘাসে
আমিও ভিজতে চাই, ঘাসের আদর গায়ে ঘেঁষে।
চোখ মেলে দূর্বা ঘাস ফুল চোখে মেখে-মেখে
বছর-বছর কাটাতে চাই, ঘাসের সাথে সুখে-দুঃখে।