গ্রামের সুখ শান্তি নরম বাতাসে নিঃশ্বাস নেই,
আমি ভুলে আছি ক্লান্তির লাল জঞ্জাল—বিভীষিকা,
আকাশে তাকিয়ে নিঃশ্বাস সাদা মেঘে মেঘে ভাসে
সবুজ ঘাসের রংধনু চোখে সুখ আঁকা বাঁকা।
গ্রাম আকাশের সাথে সম্পর্কটা খুব গভীর
দিনের সূর্য রাতের চাঁদ আমাকে দেখে মিষ্টি হাসে
আমি গ্রামের পুষ্প কাননে বসে বসে
স্বর্গের কথা ভাবি, কত সুখ গ্রামের মত করে?
বাতাসে মিশে থাকা পুষ্প ঘ্রাণ চুষে নেই
গ্রামের ঘ্রাণও লেগে আছে নিঃশ্বাসে।
কয়েক টুকরো আলো চোখে মেখে
গ্রামের রূপ দেখে যেতে চাই হাজার বছর ধরে।
বছরের পর বছর গ্রামের ঘ্রাণ নিতে চাই নিঃশ্বাসে
মাটিতে, ঘাসে,চুমু দিয়ে, নিঃশ্বাসে বাতাস মিশে।
গ্রামের বটবৃক্ষের সাথে আমি পাখি হয়ে রয়েছি
সবুজ পাতার বাতাস নিঃশ্বাসে, গ্রামে রয়েছি বাঁচি।