কেউ নেই, সেও নেই, কে মোর সঙ্গে রবে
প্রেমা অবিনাশে কে মোর অঙ্গ শিহরে দেয়'
শিশিরের বিন্দু-বিন্দু জল অঙ্গে ঢেলে"
গঙ্গার সাথে বিরহের টান গ্রাম্য ঘরে_
কে মোর সঙ্গে রবে কালো-নিশী রূপ জ্বেলে'
জারুল ফুলের রঙে মোরে লয়ে নিশী কাটাবে;
বুড়ু কাকটির গভীর নিশ্বাসের শব্দে কে রবে_
মোর সাথে; তারা গুনে-গুনে নয়নে ঘুম দিবে?
গভীর নিশীথে শুকনো পাতা ঝড়ে পরিবে নিমবনে'
মোরে নিয়ে খুঁজিবে এই গ্রাম্য রূপ- গ্রাম্য মায়া,
সে দিন কেউ রবে না, রবে শুধু গ্রাম, গ্রাম্য ছায়া_
কাক, শালিক, ফুল, নদী, পুকুরের ব্যাসে মোর লয়ে।
বাঁশ বাগানের পাশ ঘেঁষে অন্ধকার পথে মোর লয়ে-
কে কথা বলে, খুব মায়া দিয়ে, সে-গ্রাম অন্তরে_
মোর প্রাণে রয়েছে দীপ জ্বেলে, অন্য কেউ নেই'
মাটির গন্ধ নিয়ে জড়িয়ে রয়েছি হে গ্রাম-গ্রাম্য।