দেখতে বড় ইচ্ছে করে আমার মায়ের মুখ
আমার মায়ে কেমন আছে, হয় যেন বড় সুখ।
সোনার গাঁয়ে ঘর তুলেছে তাল পাতারই চাল
ঘরের ভিতর আলো আসে দেয়াল ফুটা জাল।
সবুজ গাঁয়ে মায়ের দেখা হলুদ পাখির সাথে
হলুদ পাখি জারুল গাছে মায়েরে দেয় মালা গেঁথে।
ঘর সাজিয়ে নানান ফুলে চড়াইর বাসা ঘরের কোনে
উঠুন জুড়ে বৃক্ষ মেলা মায়ের হাতে বুনে।
মায়ের চোখে নরম ভাষা রাখাল কৃষক স্বপ্ন চাষা
মায়ের ঘরে মায়ের তরে যতন করা ভালোবাসা।
মায়ের গ্রাম মায়া ভরা শীতলপাটিতে ঘুম দেওয়া
মাটির কোলে ঘুমাই সবুজ বৃক্ষ কোমল ছায়া।
মায়ের হাতে আদর মাখে মাটির কোমল মায়া
মায়ের বক্ষে মাথা রেখে বেহেশতের স্বাদ পাওয়া।
মায়ের গ্রাম মায়ার গ্রাম তুলাগাঁওয়ের মায়া
মাগো তোমার কোলে ঘুমিয়ে আছি, মাটির ঘ্রাণ পাওয়া।