কৃষকের মুখের ভাত হতে চাই_
কৃষক; হাসি মুখে আমার সাথে কথা বলে
লক্ষ্মীর মত আদরে-ভালোবাসে।
ফসল চাষে, কত যতন করে, রৌদ্রে পুড়ে-পুড়ে
নিজেকে ভুলে, ভালোবেসে ভাত চাষে।
ফসলের মাঠে বেলা-অবেলা হাঁটে, নিজেকে ভুলে
ঘাম ঝরে, রক্ত ক্ষয়ে-ক্ষয়ে, কৃষকের গায়ে।
ঘামের আলাদা গন্ধে, ফসলের সাথে মিশে যায়
মাঠে খেঁটে-খেঁটে দুঃখ ভুলে যায় শরীর_
মন ফসলের চোখে মাঠে-মাঠে।
আমি কৃষকের মুখের ভাত হতে চাই
যদি মানুষ না হয়ে, হতাম ভাত।
মাসের পর মাস খেঁটে-খেঁটে, উঠোনে তুলে ধান
হাসি মুখে কৃষক, চোখে আনন্দের ঝড়।
আমি হতে চাই ভাত কৃষকের মুখে
এক বেলার কত আনন্দ দেখে-দেখে।