জং-ধরা কংক্রিটের স্তুপ্ত শহরে মন মরে
কে আমি ভুলে যাই আমার আমিত্বকে!
শ্বাসরুদ্ধ কোলাহল দেহের বৃত্ত ঘরে
অজানা হয়ে যায় গ্রাম্য সবুজশ্যামলাকে।
আজ খুব মনে পড়ে হে গ্রাম্য-মা জননী
ছুটে যেতে চাই তোমার কোলে, তোমার তরে,
কত দিন তোমার হাসি মুখ দেখেনি
তুমি ডাক মা-গ্রাম, সেই গত দিনের সুরে।
ভাত খাব বলে আবার যেতে চাই তোমার তরে
উঠোনে বসে সবুজের ছায়া তলে,
কবুতর এসে চার দিক রবে আমাকে ঘিরে
দেখে যাবো আবার নতুন করে সেই পুরনো ছেলে।
আজ খুব মনে পড়ে মাগো-গ্রাম্য সবুজ ছায়া
ছুটে যেতে চাই তোমার কোলে, সবুজ ঘাসে
রেখে যাওয়া গত দিনের কত করুণ মায়া
তুমিও কি দেখনা আমায় ভালোবেসে?