কাক ডাকা দুপুরে, মাথার উপরে সূর্য
আলো দিয়ে-দিয়ে শরীর তপ্ত করে।
নারিকেল গাছে বসে আছে ক্ষুধার্ত কাক
মানুষের সাথে কথা বলতে চায়-চিৎকারে_
খাবার দে, খাবার দে, বাতাস দে
আমার নরম শরীরে, গলা শুকিয়ে গেছে_
এক ফোঁটা পানি দে, আকুতি করছি।
আমি জানালা দিয়ে তাকিয়ে আছি
দূরের নারিকেল গাছে, আমার ছাদ সমান।
এদিক-ওদিক চোখ, ডিম খাবারের আশায়
আমিও কাকের ডাকে দুপুরের সূর্য স্নানে
নিজের শরীর দূরে রাখার চেষ্টা করছি।
কাক দেখে-দেখে নিজেকে হারিয়ে ফেলেছি
সূর্যের কাছাকাছি। আমিও তৃষ্ণাত্বক_
কাকের সমান উচুতে। আকাশের দিকে চেয়ে-চেয়ে
সূর্যের খুব কাছাকাছি, কাক ডাকা দুপুরে।