কাঁদিতেছি আজ গ্রাম ছেড়ে চলে যা'ব বলে-কত দূরে
ধূলিবালি গায়ে মেখে, মাঠে-মাঠে ঘুরে-ঘুরে;
তৃষ্ণা মিটাইয়াছি শত জনমের গ্রাম্য রূপে।
কাশফুলে ব'রে যাবে এক দিন 'কবরে' চুপে-চুপে;
আমি আবার ফিরে যেতে চাই বাঁশবনে
সাদা বকের ডানায় চড়ে, মাছরাঙার ডাক শুনে;
কাক ডাকা দুপুরে জেগে উঠতে চাই তন্দ্রা চোখে
চোখ মেলে দেখিবার চাই বসে আছি সবুজ ঘাসে।
ঘুঘু পাখিটির গোঙরানি স্পষ্ট শুনিতেছি
আজ সবাই কাঁদিতেছে, কৃষ্ণবর্ণ নেই
আমি আজ মৃত্তিকার সাথে মিশে আছি
দেহে সবুজ ঘাসের আবরণ দিয়ে।
পাখিরা কাঁদিতেছে গাছে-গাছে নিরবে
মাটি হয়ে মিশে আছি তোমাদের পায়ে পায়ে;
দূরে নহে আমার দেহ, বাঁচিয়া আছি তোমাদের তরে
গ্রাম্য রূপে, বাঁশবনে, সবুজ ঘাসের চাদরে ডাকা কবরে।