চারি পাশ সবুজ হয়ে রয়েছে-অপরূপ গ্রাম
সবুজ পাতায় মেখে দেয় উড়ন্ত মেঘাশ্যাম।
মাটির রস মুখে নিয়ে জন্ম নিয়েছে ঘাস
বৃষ্টি এসে ধুয়ে দেয় ক্লান্তির খরা ত্রাস।
সাদা বকের ডানায় ছড়ে আসিলো শিমুল ফুল
ভোরের সূর্য পুকুরে উঠিবে, পদ্ম ফুটে কুল।
মাছরাঙাটি নীল হয়ে, দৃষ্টি রেখেছে শেওলা জলে
বাঁশ পাতা হলুদ হয়ে উড়ে-উড়ে গোলে।
বট বৃক্ষ ছড়িয়ে রয়েছে সবুজ ছায়া দিয়ে
কৃষকের শরীরে বাতাস মাখে, আনন্দ ছুঁয়ে-ছুঁয়ে।
মায়ের চোখেতে ছেলের হাসি, মেয়ের রয়েছে মায়া
মা-গ্রামের ভালোবাসা সবুজ পাতার ছায়া।
সবুজ পাতার গ্রাম খানা মোর, সবুজ রঙের শরীর
সবুজ পাতায় ঢেকে দেও মোরে, সবুজ ঘর জরির।
ঘাস ফড়িং-এর সবুজ ডানা, সবুজ শ্যামলা মাঠ
সবুজ পাতা রাঙিয়ে দেয়, গ্রাম্য রূপ মেলেছে খাঁট।