গ্রাম্য রূপ দেখে-দেখে, গ্রামের স্বাদ অন্তরে মেখে
চোখ অপরূপ হয়ে আছে গ্রাম্য বাংলার তরে,
গ্রাম্য রূপ দেখে-দেখে, চার দিকের সবুজ মেখে
বাতাস দোল খেলে, আমি গ্রাম্য কোলে_
গ্রাম্য রূপ মেখে-মেখে শরীরে,
সর্ষা ফুলের মাঠ দূর থেকে দূর আকাশের কাছে
পাখি উড়ে-উড়ে যায় প্রান্তর থেকে প্রান্তরে।
খেজুর ফুলের রঙ শালিকের পায়ে-পায়ে
হাবিল পাখিও রঙ নিতে আসে নেচে-নেচে।
আমি গ্রাম্য রূপ দেখে-দেখে কত রঙ মেখেছি
চোখের মনিতে। আবার জল দেখেছি চোখের কোণে
গ্রাম্য রূপ দেখে-দেখে, সাজ চোখে-চোখে বুনে।
শিমূল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে
আকাশ মাথায় করে; ছাতার মত ছায়া দিয়ে-দিয়ে
দূর থেকে স্পষ্ট চোখে গ্রাম্য রূপ দেখিতেছি
শত বছরের স্বাদ নিয়ে গ্রাম বাংলার বুকে ।