শিউলি ফুলের মালা গেঁথে গ্রাম্য রমনী;
চুলে বেণী করে কলমি লতার অবনী।
গ্রাম্য রমনীর চরণে লেগে আছে মৃত্তিকার চুম্বন
উনণে বসে রমণীর দল গল্পের ভুবন।
গ্রাম্য রূপে মেলিয়াছে চোখের ঈক্ষণ
বৃক্ষ রূপ দিয়ে বেলা-অবেলা সারাক্ষণ;
ডুমুরের গাছে দু-এক দল, লঙ্কার বাটি হাতে নিয়ে_
লটকন, আমড়া, চালতা, ডুমুর স্বাদ লয়।
ঠোঁটে লেগে থাকে রস-তেঁতুলের, বকে মা_
আসেনা ঘরে, গ্রাম্য রূপ ছুঁয়ে-ছুঁয়ে হাঁটে।
এপাড়ায়-ওপাড়ায় ঘুরে-ঘুরে, দল বেঁধে চঞ্চল
গ্রাম্য রমণী, গ্রামের সাথে মিশে থাকে অঞ্চল।
মা ডাকে, ফিরে-ফিরে চাহে, নাহি আসে ফিরে
আফিন গাছে চোখ পড়েছে-ভিড়ে, নাহি ধীরে;
টক-ঝাল-মিষ্টি স্বাদ লাগায় জিহ্বায় বারে-বারে
রমণীর ঘর গ্রাম্য রূপে, রমণীর রূপ গ্রাম্য ঘিরে।