আফিমফল পেকে লাল হয়ে আছে
গাছ নুয়ে আছে পুকুরের উপরে;
পাখিরা আসে হলুদ পায়ে-পায়ে
ঠোট রঙিন করে উড়ে যায় নীড়ে ।
গ্রাম্য ছেলে-মেয়ে খবর রেখেছে
কখন লাল হবে আফিম, গাছে-গাছে;
কয়েক দল নজরদারী করছে
বাগানে-বাগানে, পুকুরের পাড়ে।
কাউ গাছের খোঁজ পরান নিয়েছে
হাওয়ার ঘরের দক্ষিণ পাশে
বাসাতে দোল খেলে ঠেং ঠেংয়া গাছে
কাউ উৎসব পল্লবহীনে চেয়ে আছে।
কাউ,আফিমের খোঁজে গ্রাম্য ছেলে-মেয়ে
দল বেঁধেছে; গাছে-গাছে বসে আছে হাসি দিয়ে।
পাখির মত উড়েবেড়ায় এগাছ থেকে ওগাছে-
গ্রাম্য ফলের খোঁজে, গ্রাম্য ছেলে-মেয়ে।