পথে–পথে হেঁটে–হেঁটে, ধূলো জমেছে পায়ে
কত পথে হেঁটে যেতে মনে লাগে স্বাদ,
জনে–জনে গাঁয়ে–গাঁয়ে ডাকে আমায় মায়ে
যত দূরে চোখ পড়ে চোখে নামে স্বাদ।
পথে–পথে গাঁয়ে–গাঁয়ে চার'ধারে সবুজ বাঁধ
ধুলো জমে গায় হয়েছে সোনালি মাঠ,
পথে–পথে মনে–মনে আমিযে হতে চাই পথ
হেটে যাবে কত মানুষ আমার গায়ে হাট।
থেমে–থেমে হেঁটে–হেঁটে দেখি গ্রাম্য অপরূপ
সেজে আছে সবুজ শাড়ি পড়ে, মাথা নুয়ে,
চোখে–চোখে দেখে–দেখে মায়া লেগেছে মনে
মন চায় না যেতে, রেখে ধুলিমাখা গায়ে।
পথ জুড়ে মায়া বাধে রেখ মোরে কবর কুঁড়ে
গ্রাম্য পথ এঁকেছি মনে সবুজ বৃক্ষের ঘরে,
পা যদি না হাটে অপরূপ গ্রাম্য ছেড়ে
রেখে দেও আমায় তোমার করে।