দুপুরের সূর্য স্নানে, বকুল গাছের নিছে বসে-বসে
বাতাসের সাথে মাখামা; গায়ে-গায়ে রাজ হাঁসটি।
বট গাছের মাথায় নিঃসঙ্গ পেঁচাটি বসে-বসে
সূর্যের মুখে তাকিয়ে রয়েছে নীরবে।
রাখালির গায়ে ঝরা ঘাম, কামড়ে আছে সূর্য
ফসলের মাঠে কৃষকের স্বপ্ন চোখে সূর্য স্নান
আমিও কৃষকের গায়ে-গা লাগাতে চাই তুর্য
দুপুরের সূর্য স্নানে রাখালির মুখে সুখের গান।
দুপুরের ক্লান্তি কাকের মুখে দীর্ঘশ্বাস
ভেজা কাপড়ে গ্রাম্য বধুর শরীর,ঢেঁকিতে পা-!
গ্রাম্য রূপে সূর্য স্নান করে, হলুদ রঙের আবাস
আমিও দুপুরে সূর্য স্নান করতে চাই-বিলাপ।
মেঘে-মেঘে ডেকে যায় সূর্য রাজ!
আবার জেগে উঠে চোখ মেলে, সবার চোখে।
সূর্য রাজ গাঢ় হলুদ হয়ে আছে, গাঁয়ে গাঁয়ে সাজ
সূর্য স্নানে আমিও সবার সাথে গা ভিজাতে চাই।