ধান কেটে-কেটে, দুর্গম পথে ঘাম ঝরে
ধানের আঁটি মাথায় করে বাড়ি ফিরে।
ধান কেটে-কেটে একাকার মাঠের পর মাঠ ৷৷
হাঁটু সমান পানি, ধান মাথায় পারাপার
বাহু দৈত্যের ক্ষরাপর, ঘামের বৃষ্টি সাদা ঘর
সাদাসিদে কৃষক ধান কেটে খুশি বরাবর।
মুখে লয়ে হাসি-স্বপ্ন বরা আঁখি ৷৷
ক্ষেত-ক্ষেতে ধান, সোনার ধান বরা
কৃষক মাথায় ধান তুলে কড়া-কড়া ।
দুরের মাঠে ধান কাটে, মানুষ নাহি পাশে
রৌদ্দুর-বৃষ্টিতে খেঁটে-খেঁটে ধান কাটে, রাশি-রাশে
ধানে-ধানের বসত হবে কৃষকের ঘরে।
বৈশাখের হুতাশন গায়ে মেখে-মেখে
ধান কাটে কৃষক মাঠে-মাঠে দুরে-দুরে
ধান কেটে-কেটে দেহ পুড়ে,তবুও হাসে সুখে
আকাশের ছায়া নেই, রোদ্র-ধান ঘরে।