ছোট্ট ছেলে হেসে খেলে, গ্রাম্য পথে–পথে
পথের ধূলো গায়ে মেখে পুকুর জলে ধুয়ে_
মায়ের বকা আসছে তেড়ে, দৌড়াচ্ছে ভয়ে–ভয়ে
খালি গায়ে বাঁশ বাগানে উঁকি দিয়ে চাহে।
আজ বাড়ি আসবিনা কি,_ ছালা বেধে আসিস!
তোর পিঠেতে ভাংবো লাঠি মনে তবে রাখিস?
খুঁজছে সবাই হারিকেন জ্বেলে, লুকিয়ে আছে আড়ি
মায়ে কান্দে আয়রে খোকা মারবো নাকো ঝাড়ি।
আদর করে খুব যতনে খাইয়ে দিব রাতে
ছোট্ট ছেলে ঘুমিয়ে আছে বাঁশ বাগানে গিয়ে
নিশার ঘুমে স্বপ্ন দেখে খেলছে খেলা পথে।
ছোট্ট ছেলে মায়ের কোলে ঘুমিয়ে তবে থাকে
এমন বকা করিবেনা আর জড়িয়ে রাখে বুকে।
ছোট্ট ছেলে খেলবে খেলা গ্রাম্য পথে–পথে
বড় হয়ে মানুষ হবে সত্যের কথা গেঁথে।