বৃষ্টি ভেজা গ্রাম, আমায়ও ভিজিয়ে দিয়ে যায়
পাখিরাও ভিজে, উড়ে-উড়ে যায় দূরে
লিচু গাছে ঝাপটিমেরে বসে আছে বাদুড়_
সেগুন ফুল ভিজে-ভিজে আনমনে
সবুজ ঘাসে বৃষ্টি নামে, নয়নে-নয়নে।
লজ্জাবতী ফুল স্নান করে
ভিজিয়ে দিয়ে যায় কৃষকের অন্তরে_
গ্রামের বধুদের চোখের পাতায়
হাঁসের গায়ে-গায়ে, পুকুরে-পুকুরে।
বাঁশ পাতা ভিজে আছে, আকাশে চেয়ে-চেয়ে
বকের ডানা ভার হয়ে আছে, বৃষ্টিতে সাঁতার কেটে-কেটে
বৃষ্টি ভেজা গ্রামের রূপ-অপরূপ সাজে।
ব্যাঙের মাথার উপর কচুপাতার ছাতা
কিশোর-কিশোরীও বসে আছে মাথায় দিয়ে তালপাতা
বৃষ্টি এসে ভিজিয়ে দেয় আমায়, গ্রাম, ঘাসে
উজ্জল হয়ে আছে গ্রাম্য রূপ বৃষ্টি নামা শেষে।