বৃষ্টি এলে; মাঠের কৃষক ছুটে আসে ঘরে
টিনের ছালে বৃষ্টি নামে, বৃষ্টি নামে খালে,
উঠোন জুড়ে বৃষ্টি নামে, বৃষ্টি নামে ধানে;
বৃষ্টি নামে খড়কুটুতে, সবুজ গাঁয়ে- গাঁয়ে
পাখির গায়ে বৃষ্টি নামে, বৃষ্টি নামে গাছে;
ঘাসের গায়ে ভিজিয়ে দিয়ে বৃষ্টি নামে-নেচে ।।
বৃষ্টির ফোঁটা আমার গা ভিজিয়ে দিয়ে যায়
আমার চোখে বারে-বারে ফিরে-ফিরে চায় ।
বৃষ্টি এলে; বুড়ো দাদু গাঁয়ের দিকে ছুটে
দাদুর আগে ছুটে গরু চার পায়েতে জুটে ।
বৃষ্টি নামে, বৃষ্টি নামে, বৃষ্টি নামে গায়
বৃষ্টি নামে সোনার গাঁয়ে, বৃষ্টি ছুঁয়ে পায় ।
জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁতে চায়
বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিল রমণীর চোখে হায় ।
বৃষ্টি নামে টাপুরটুপুর, ভিজতে আমি চাই
বৃষ্টি এলে; গা ভিজিয়ে সোনার গাঁয়ে যাই ।